যখন ছিলাম না আমি
ধরণীর বুকে ছিলো প্রশ্নদের অদম্য উৎসব
কত আদরে অনাদরে কাটিয়ে এসেছি
হরবোলা শৈশব
আহা!
ওখানেই এসেছি ফেলে স্বপ্ন আর স্বপ্নদের উত্থান
দেখেছি তাকিয়ে ভোর, ভোরের সূর্যালোক আর শিশিরের ক্ষণস্থায়ী অভিমান।