আহ্ কী দেখছি !
বর্তমান দুর্মূল্য অনাচার ভবিষ্যৎ হোঁচটে ভরা
ছিলো যে আজন্মকাল জীবনের দারুণ খরা
মাঝে মাঝে মনে হয়
এই দুর্মুখ পৃথিবীকে পেছনে ফেলে
প্রতিভাকে নিয়ে অন্য আমি কোথাও সরে পড়ি

আছে নাকি এমন ভূখণ্ড কোথাও ?
যেখানে নীলাকাশ নামে গভীর স্নেহে
নদীও নারীর মতো পেলবতা আনে মনে
যেখানে হাওয়া বয় শ্বাপদ- সংকুল নির্জন স্থানে
যাই চলে সেইখানে
যাই চলে নিরালা কৈশোরে।
__________________________