ইদানিং ইচ্ছেরা জাগে না ভরপুর
কেবল ইচ্ছে করে এই শান্ত নগর অশান্ত করে
বলে দেই, আজ আর আমি ভালো নেই
আজ আমার বাগানে ফোটে নাই ফুল
ভোরের আকাশে ফোটে নাই আলো
বিষণ্ণ আঁধারে ঢাকা রোদের বিলাপ।

আজ আমার মাঠ ভরা থাকবে ফুল ও ফসল
গৃহে সুখ, পরিজন আর ভবিষ্যৎ
আমার সুনীল আকাশে চাঁদের শরীর
বুকের অতলে সুখ।

আজ আমার বুক পকেটের হাটে কড়কড়ে নোটে
থাকবে যুগল ডানার স্বপন
আহলাদী স্বজন, রূপের আগুনে মাঘের শিমুল
আজ আমায় ফুটতে হবে, ফুটতে হবে রৌদ্রের আগে
উঠতে হবে উঠতে হবে নিশ্চয়তার পথে।

আজ আমায় ছুটতে হবে দিক থেকে দিকে
খুটতে হবে মাটি হতে সুমিত্রার দ্বীপ,পাহাড় থেকে নদী রূপ থেকে মোহ ফুল হতে মধু
আজ আমি হারাতে চাইনা স্রোত সুভদ্রা নদীর
ভোরের সূর্য ওঠা সোনার ছোঁয়া।

সুরহীন ইচ্ছের কাছে বন্দী হতে চাইনা আর
সুতীব্র অঘ্রাণে মাঠ ভরা সুখের উন্মাতাল ঢেউয়ে
জাগুক চরম ইচ্ছে আমার।
__________________________