জ্যোতিষী এসেছিল বাড়িতে
বলে গেলো এবার তেমন সম্ভাবনা নাই
তবে নিশ্চয়ই আগামীবার পেয়ে যাবো শ্রাবণের নকশা
চায়ের দোকানে নেমে এলো কথার বৃষ্টি
চামেলিদের বাড়ি ফেরার গল্প অবধি
তারপরও অবেলার শেষভাগে একা একা বসে বসে
আক্ষেপ ভেঙে খাওয়া ছাড়া কি থাকলো আর!
গোলাপিরে কতকাল আগে মিলন বলেছিল,
"তুই একটা কিছু কর।"
গোলাপি পারে নাই করতে কিছু ,পায় নাই
ভালোবাসার মানুষটিকেও
রাক্ষসী ক্ষুধা তাকে আবার ঘরেও থাকতে দেয় নাই
আমার কি হবে?
আমি তো বিজন ঘরে শূন্যতা নিয়ে করছি বসবাস
পারিনি গাইতে নিস্তরঙ্গ বিলে তরঙ্গের গান
তবুও এস্রাজে সুর তুলতে চেষ্টা করি বারংবার...
মনের ভাবনাকে বলি,
তুমি এলে একসাথে দুর্ভিক্ষ সরাবো_পৃথিবীর।
জ্যোতিষী যাই বলুক না কেন
দুর্ভাবনার অক্ষরগুলো থেকে, প্রাপ্তির নিশান
ওড়াবো খুব শীঘ্রই।
হে বাংলার নৈরাশ্যবাদী মানুষ! তোমরাও দেখে নিও, এক মাঘে শীত যায় না কখনো
আড়মোড়া ভেঙ্গে বাঙালী জাগতেও জানে।