ইচ্ছে হয় আবার ফিরে যেতে লণ্ঠনের দিন
খেজুরের ফাতরা দিয়ে ফুটাই বাজি
খড়ি জ্বেলে হাট হতে বাড়ি ফিরি
মিশাই তরিতরকারি তেল নুন মাছ কর্দমাক্ত পথে
পিছল পায়ে উবু হয়ে পড়ুক খালুই
ইচ্ছে হয় জোনাকির আলোয় দেখি তারাদের বাড়ি
শুনি গিয়ে গ্রামের রাতে ঝিঁঝিঁদের রেলডাক
শীতভোরে ছেলেবুড়ো আগুন পোহাক।
ইচ্ছে হয় ছাতিম ফুলের ঘ্রাণে রাত জেগে শুনি রূপকথা, ডুব দেই অথৈ নদী
সাজি আলোমতি প্রেমের কুমার
এক লেপে ঘুমাই আবার নিরাপদ ভোর।