দুষ্ট ইঁদুরে কাটছে বাংলাদেশ
নিতেছে ভূতলে শস্যের ছড়া সব
ওরা জেনে গেছে আগামীতে উৎসব
তাই নিয়ে রাখে দেশের সর্বশেষ।
পিঁপড়েও জানে কল কোলাহল এলে
লুকানোর যদি থেকে থাকে কোন পথ
সমস্ত নিয়ে লুকায় সদলবলে
আখেরেই তার রয়ে যাবে সম্পদ।
এই দেশে আছে লেজ ছাড়া ইঁদুরেরা
চিরকাল ওরা তকমা লাগায় গায়ে
জনম জনম সেবা পাবে মানুষেরা
সালাম নেবেন প্রণাম নেবেন পায়ে।
বলে বলে তারা অঢেল চুরির টাকা
বাড়ি গাড়ি করে,বেগম পাড়ার মোড়
লুটপাট আর পাচারে করছে ফাকা
ব্যাংকগুলি আজ খাড়া বড়ি আর থোড়।
পৃথিবীর যত অভিজাত বসবাস
ওরাই করছে, ওরাই করছে ভোগ
মানুষকে ওরা বানিয়েছে বোকা, লাশ
মানুষ ওদের ধরতে পারেনি রোগ।
একদল গেলে ফের দল ধরে ধ্বজা
এই পৃথিবীর সবচেয়ে সৎ তারা
যত বলে তারা, জনগন হলো রাজা
ইঁদুরের মতো কেটে করে সবহারা।
দুষ্ট ইঁদুরে কাটছে বাংলাদেশ
নিতেছে ভূতলে শস্যের ছড়া সব
ওরা জেনে গেছে আগামীতে উৎসব
তাই নিয়ে রাখে দেশের সর্বশেষ।