এখনও সন্দেহ চলে?
সন্দেহ হইলো আদিম অসুখ
জবরদস্তি পারাপার ভাল্ লাগেনা আর
ঝুলন্ত সৌন্দর্যের আকাঙ্ক্ষাও
আহা! মন কিন্তু জোছনার আড়ালে অস্থির
জলের চাহিদা খুব
বিত্তের নীচে চাপা ফুৎকারও
তবু কেউ যদি এসে পড়ে
চাহিদার বারান্দায়
নিমিষেই ইজারা দেবো ঘাট।