ইচ্ছামৃত্যুর দলিলে যেদিন স্বাক্ষর করে এসে
ক্ষণ গণনা শুরু করলাম
সেদিন হতে ভুলতে শুরু করলাম
যতসব দিয়ে যাওয়া মিথ্যে প্রতিশ্রুতির শব্দমালা,
কেবল জিইয়ে রইলো সুদূরের ডাক
যদি আসে.. তো.. যাবো চলে....
আমি স্বপ্ন ময়ূরের ডানায় চেপে, দূরে মেঘমালার দেশে হারিয়ে যাবো
অনন্তে মিলে যাবে আমার সমস্ত কারুকার্যময় দীর্ঘশ্বাস।
আমার ভালোবাসার বারান্দায় মাকড়শারা দলবেঁধে জাল বুনবে চূড়ান্ত শৈল্পিক দক্ষতায়।
মন হতে উবে যাবো আমি, থাকবে না স্মৃতির চিহ্ন একটুও
দূরগামী রেলের হুইসেলে মিলিয়ে যাবো বাড়ির পাশের নোঙর করা নদীর মতো
ইচ্ছের কাছে হারতে যাবো না আর.....