কবিগন রাত্তিরেই কবিতা প্রসব করেন বেশী
মানুষকে কাঁদান
হাসান
আনন্দ দেন
ভাবনার অচিন নগরে পাঠান
আমি কিন্তু কবি নই
তাই আমার চোখে অতোটা কৌতুহল নেই
আলোড়ন নেই
কান্না মাখানো নেই
অথচ ভেতরটা পুড়ে যাচ্ছে
ডুবে যাচ্ছে
ক্ষয়ে যাচ্ছে....
হচ্ছেটা কী ইদানীং?
মানুষ হয়ে মানুষ মারছে
খুবলে খাচ্ছে সমাজ
দখল, লুটপাট, মামলাবাজি, হুমকি
কানাকে দেখাচ্ছে হাইকোর্ট
স্বপ্নবাজ স্বপ্ন দেখাতে ভালোবাসে
খুনী খুন করতে
ষড়যন্ত্রী আটতে ষড়যন্ত্র
লুটেরা সমুলে লুট করতে
আর কবি? কবিচোখ ঘুমহীন
অন্ধ মুক বধির নয়
দীব্যদর্শী কবি দৃশ্যের পর দৃশ্য লেখেন
কীভাবে ভাঙ্গে পয়মন্ত সংসার
আর কীভাবে জুড়তে হয় সুখের পৃথিবী
জ্বালান নিজেকে
জ্বালিয়ে রাখেন কবিতার বাতিঘর।