সেই ছেলেটা মন কেড়েছে
                       আরেক ছেলে খুব
                       ভাবছো কেন এমন করে
                       রইছি কেন চুপ।

বুকের মাঝে তুফান চলে
বাহারি  তার রূপ
কেমন করে থামাই বলো
আগুন জ্বলা ধুপ।

                             যদি তাকে নাইবা পেলাম
                             কেমন বাঁচা হবে
                             তাহার মতো প্রেমের মালা
                             আমায় কে যে দেবে।

তাহার আছে মটর গাড়ি
অনেক টাকাকড়ি
গোটা তিনেক বাড়ি তাহার
হরেক আছে নারী।

                            তবু আমার মন কেড়েছে
                            তাহার সঙ্গে যাবো
                            আমি নাহয় তাহার মতো
                            অনেক ছেলে পাবো।

এমন সমাজ বর্তমানে
এসেছে এই দেশে
মরার আগে আর কতকি
দেখতে হবে শেষে !
______________________
টুঙ্গিপাড়া, ০৪/০৪/২০