হয়তো এখন থেকে ফুল হবে বেদনার রঙ
উঠোনে পাতবে তামাসা একঝাঁক বুনোহাঁসে
হয়তো পাখির স্বর হবে বেহালার ছড়, নয়তো কর্কশ
আকাশ আসবে নেমে নিচু হতে নীচু
প্রকৃতি হারাবে ঘর আপনার, মানুষের বিদ্বেষে।
~
হয়তো বা লেখা ছিলো কালের লেখায়
বিশ্বাসে মিলবে না কখনো কোনদিন সোনার হরিণ
যাপন ক্রমশ জটিল আবছায়া কূটকৌশলে
যাবতীয় অর্জন হবে বৃথা, ডুববে জলে।
~
হয়তো এমন হবে মানুষের যাবতীয় লোভে
জল ঢেলে, হ্যামিলনের বাঁশি কেউ বাজাবে আবার
মানুষ উঠবে জেগে, মসনদ কাঁপাবে বিক্ষোভে
~
হয়তো বা ডিজিটালে মিডিয়ার চ্যানেলে চ্যানেলে
চেতনার রঙ দিয়ে রাজপথ করবে কভার
আসাদের শার্ট হবে কৃষ্ণচূড়ার লালে লাল
লেলিহান স্বাদ নিয়ে যুবকেরা যুদ্ধ যুদ্ধ খেলে
এক সাগর রক্তে নেয়ে ছিনিয়ে আনবে অধিকার।