যদি কখনো পাই কোথাও কোন যোগ্য স্থান
অথবা মুক্ত জনপদ
যদি পাই তাহলে কথা দিতে পারি
সমস্ত দরজা খুলে, সমস্ত আঙ্গিনা জুড়ে
করবো তারে ধ্যান
সমস্ত জ্যোতির দৃষ্টি দিয়ে করে যাবো সম্মান।
যেদিকে তাকাই দেখতেই পাই শুধু মোসাহেবি
নাচনকোঁদন
মাতালের দলে ভেড়া, দাশেদের প্রজনন
দেখি ভালোবাসা চর্চার চূড়ান্ত অনিশ্চয়তা
এটাতো চাইনি-
চেয়েছি চাষের জমি, বাসের আশ্রয় বলবার স্বাধীনতা।
চেয়েছি প্রেমের ফুল
যদি পাই বিহঙ্গ এমন ভূমি, মুক্ত আকাশ পৃথিবীর
সমতলে বহমান পললের তীর
তাহলে কঠিন পরিশ্রমে গড়বো স্বদেশ হবো না অধীর।
=============