সঞ্চয়ের কোন থলি নাই, জমেনি মোহর
ফজর পড়িনি তবু হারাতে বসেছি জোহর।
কাটলো হেলায় ফেলায় জীবনের এতোটা সময়
তবুও ভাবি বসে সময় ও সুযোগ আসবে নিশ্চয়।
সত্যিই আমি এক ভ্রান্ত পথিক,কাটিয়ে দিলাম
অজ্ঞ অন্ধকার আর বেহিসেবি সারাটা জনম।
মানুষ আমি, মানুষের রাখিনি মর্যাদা একটুও
এ জীবন জীবন নয়, জীবনের সবখানে ফুটো।