চিরকাল থেকে গেলাম স্বপ্নে বিভোর
চোখ রেখে নদীর ধারায়
যতোই ভরে রাখি স্মৃতির দেয়াল
যতোই আগলে রাখি প্রেম
ক্লান্ত হয় ফাগুন আকাশ
এ জন্ম থাকলাম স্বপ্ন নিয়ে
মিলনের রঙ তুলি রাঙলো না আর
খুললো না যৌবনের আহলাদী চাঁদ
অপেক্ষার বাঁশি কার প্রফুল্ল সম্মোধনে?
তুমিও খুলো না তোমার দক্ষিণ দুয়ার--
ভাবছি না আর
লিখে আর রাখবো না পরাণ কথন
কাঁদুক হিমুর পোশাকে এ দুরন্ত যৌবন
অন্ধ যদি হয় হোক মানুষের করতালি।
_________________________