শোনো হে বন্ধু! হে মায়াবী স্বজন!
এখন আর পারিনা দিতে কবিতায় মন
চারিদিকে চেয়ে দেখি হতাশার আনাগোনা
নেশাড়ুর মতো মুক ও বধির হয়ে থাকি
অভাব আর দুঃখের গল্পগুলো তবুও হয় শোনা
তাইতো ভাবনার দেয়ালে চেতনার গ্রাফিতি আঁকি।

হে বন্ধু!  থেকো না কখনো বসে
বিচিত্র চাষবাসে জীবনের ছক কসে
সামনে কদম বাড়াও
হে বন্ধু!  হে স্বজন !
মানবিক থেকে আরো মানবিক হও
পৃথিবীতে তুমি একবারই পেয়েছো জনম
মানুষের মাঝে মানুষ হয়েই দাঁড়াও।