হাত বাড়ালেই বাড়িয়ে দেবো হাত
চোখ বাড়ালেই নদী
মন বাড়ালে আনবো তুলে মন
মন বয়ে যায় মনের সাথে যদি।।
তোমার জন্য দূর আকাশের চাঁদ
তারার সাথে, মেঘের সাথে পাতছে মিলন ফাঁদ
জ্যোৎস্নাতে ভাসছে আকাশ নদী
মন বয়ে যায় মনের সাথে যদি।।
হাত বাড়ালেই বাড়িয়ে দেবো হাত
সামনে যদি পাইগো শ্রাবণ রাত
বইবে ধারা প্রেমবিহনে রইবে না গো গতি
মন বয়ে যায় মনের সাথে যদি।।