সত্যি তোমার অবহেলায় ডিপ্রেশনে কাটিয়ে বেলা
সুখ হারানো সেই ছেলেটির চাঁদের মত বদন খানি
মলিন মুখো রোজ দেখি যেই জেগে ওঠে স্মৃতির ভেলা।
কী টলমল দেহের ভাঁজে ময়ুর পেখম দুলিয়ে হাঁটা
কী মোহময় প্রান্ত ছুঁয়ে হাঁটা তো নয় কেবল ছোটা
পরাণ খুলে গাইতো সে গান, "অসীম তোমার নীল আকাশটা।"
সেই ছেলেটি হাসছে না আজ, গাইছে না সে, ছুটছে না আর
সেই ছেলেটির আগুন চোখে বর্ষা নামে রোজ বিকেলে
রোজ বিকেলে পা ডুবিয়ে ভাবতে বসে দিঘীর জলে।
তোমার কুসুম বনের হাসি দাওনা ভরে আকাশটারে
তোমার ধ্যানে বসাও তারে উদার মনের শান্ত দ্বারে
তোমার হাতছানিতে ভরো সুখ হাসিময় জগতটারে।
__________________________
টুঙ্গিপাড়া,১৮/৮/২০