লিখে যাই শ্লোক
বার বার মুছে যায়, ঝরে যায় স্মৃতির নোলক
ডানাহীন গানহীন পাখির পালক।

দিকচিহ্ন হারিয়ে ঘুরি মরু তৃষ্ণার সাহারা গোবি
কখন আসবে ভোর উঠবে রবি !

কতকাল গাইলো আলাউদ্দীন খান
রবি শংকর উজান স্রোতের শাস্ত্রীয় গান
মেঘে মেঘে বার্তা পাঠালো কালিদাস
নীরোর বাজানো বাঁশী পোড়ালো স্বদেশ।

শাজাহান লিখলো তাজ অপরূপ কারুকাজ
শিল্পের শ্রেষ্ঠ শিল্প অপূর্ব সাজ
নাই সেই তকত সোনার, সোনার মানুষ
আঁধার পৃথিবীর হায়রে আঁধার ফানুস।

আঁধারেই ডুবে আছি শেষমেশ
ডুবি রোজ স্মৃতিময় ইতিহাসে ডুবি
আসুক অনন্ত ভোর জাগুক চেতনা দোর উঠুক রবি।
*****************************
টুঙ্গিপাড়া,১৬/৫/২০ইং