যুদ্ধ চলছে শারীরিক, মানসিক আর যন্ত্রণার
বাকী কেউ নেই; আমিসহ আপনিও যুদ্ধে আছেন
ব্যবসায়ী বনাম ভোক্তা সাধারণ--
চিরকাল ঠকে ঠকে শিখলাম
নির্বাচনী ঝড় এলে জনতাকে জিম্মি করে ব্যবসায়ী
জয়ী হয়ে যায় অর্থে, বিত্তে, বৈভবে।
নির্বাচন শেষ হলে রাজনীতিবিদ নামে লুটপাটে, পাচারে, পাহাড় বানাতে
ভোক্তা বলুন আর জনগণই বলুন, তার অবস্থান?
অভুক্ত, অভাবী, বিশ্বব্যাংকের কাছে ঋণী।