দু'মুখো সাপের দংশনে ক্রমশ কাবু হচ্ছে দেশ
বিষের যন্ত্রণা,ধ্বংস হত্যা ক্যু ষড়যন্ত্রের যাঁতাকলে
নামতে নামতে পৌঁছে গেছি এ কোন প্রাগৈতিহাসিক কালে?
মানুষ ভুলে গেছে সেও রক্তমাংসের মানুষ একজন!
এই দুঃখী জমিনে এলো গেলো বহু মহাজন
বহু দ্বিগ্বিজয়ী কাঁপিয়েছে ভূমি, রাঙিয়েছে নদী
বহু শহীদ গাজীর আত্মার বিচরণ আজও__
সেই নন্দিত ইতিহাস বুকে করে, আবার পিছিয়ে যাবো- এ আমি ভাবতেই পারিনা মোটে
যুগে যুগে মীরজাফর আসে__মীরজাফর যায়,
শত চিহ্ন রেখে বুকের ওপর
আজও আমার বুকের ওপরে যে বায়বীয় দাপাদাপি
যে দানবীয় হুঙ্কার, যে পৈশাচিক আনন্দ বিলাস
কী করে হজম করি আমি?
তবুও তো চুপ করে থাকি, অপেক্ষায় থাকি
হয়তো এ ধূলি ধূসরিত বাংলার মজুর যুবার
শ্রমে ও ঘামে, ফিরে পাবো সুখ আর সমৃদ্ধি
হয়তো বাউল ঝড়ে পদ্মা মেঘনার কোলে আবার ফিরে পাবো রবি নজরুল লালনের গীতি।