আলো নয় আঁধারও নয় জীবন সকল সময়
কুয়াশার আচ্ছাদনে ঘেরা
হা ফেরারি সত্য ! সুখ আর অসুখের হাট
দুরন্ত নিয়তিকে ডেকে শুধাও তুমি, কবিতার কাছে
এই কি আমার পুনর্বার ফেরা?
মেঘনাগোমতী মধুমতির অতল জলে ডুবিয়ে দিয়েছি
অখণ্ড পাণ্ডুলিপি,
ফুল পাখি আর আকাশকে বলেছি,
দিও না সকালের ডাক, ভোরের রানার ফিরে যায় যাক
অভিমানে ভরা চিঠি খামে ভরা থাক
কথাগুলো থাকুক জমা
ফসলের মাঠ ভরে এঁকে যাবো আগামীর আলপনা
ম্রিয়মাণা নদীর বয়ে যাওয়া, চোখের প্লাবন জুড়ে অপেক্ষার দীর্ঘ প্রহর গুনুক প্রিয়তমা।
আলো নয় আঁধারও নয় জীবন সকল সময়
যুদ্ধ যুদ্ধ খেলা
হা ফেরারি সত্য তুমি! একে একে বাড়িয়েছো বেলা
জীবন সে তো মরীচিকাময়
হেঁটে হেঁটে ভেসে ভেসে পাড়ি দিতে হয় কল্পনার ভেলা
আমিও তো জীবন নায়ের মাঝি
বহু পথে করে অভিনয়, কখনো কখনো জীবনের রঙে সঙ সাজি।