♦  গ্রামের প্রতি
==========

যেতে মনে চায়
ওই দূর রেলের রাস্তায়
ওখানে মিশে গেছে গ্রামের আকাশ
থেমে গেছে যন্ত্রের চাকা।

ওখানে পাখিদের গানে গানে
খালনালা মেঠোপথে
গৃহস্থালীর ছবি গুলি আঁকা।

ওখানে নীলাকাশ জোছনা পরা।

ওখানে নতুন কিশলয়ে জাগে
বারোমাসী সাড়া।

ওখানে নববধু লালশাড়ী পরে
দেবতার অর্ঘ্য সাজায় বারবার

কুয়াশায় ভেজা হাতে
মনের অভ্রফুল
লুকায় আঁচলে তার।

ওখানে ভালোবাসার প্রিয়ারূপে
বসবাস তার

ওই দূর রেলের রাস্তা ধরে
ফিরে যেতে মন চায়
প্রিয়রূপে তার কাছে আবার।
*******************

       ♦রাত জাগা
==============

পৃথিবীতে কিছু প্রানী আছে। তারা রাত জাগে। রাতেই বিচরণ, রাতেই আহার, নিদ্রা,সুখ।

পৃথিবীতে কিছু মানুষ আছে
তারাও রাত জাগে। তারা কবি।
তারা নিজেকে পোড়ায়, অপরের সুখ দিতে গিয়ে
কেবলই নিজের বাড়ায় অসুখ।
*****************************
♦ বন্ধুগন ১৯৮৯ সালে আমি উচ্চ মাধ্যনিক পাস করি।  ওই বছর আমার প্রথম কাব্যগ্রন্থ " ছুঁয়ে যাওয়া মন " প্রকাশ হয়। সে গ্রন্থ  হতে দু' টি কবিতা আজ আপনাদের দিলাম।