বাতাসে কিসের গন্ধ!
বারুদ আমার চেনা, আমার মায়ের গায়ের গন্ধ চেনা প্রসবিত কক্ষে আতুরের গন্ধ, ফাগুন বাতাস চেনা,
চেনা বন্ধুর দুঃখের পাঁচালী পাঠ
তাহলে কীসের গন্ধ, এটাও কী চেনা ?
'
এ আমার চেনা হেরিটেজ নয়, উচু ইমারত, বনের দক্ষিন পাশ, বুকের বাহন কিম্বা প্রবহমান স্রোত
চেনা নয়
এ যে দখল দখল গন্ধের খেলা!
'
বৈচিত্র এলেও গন্ধটা কিসের!
বিকাশ নগদ অনলাইনে পৌঁছায় গন্ধের মাল
এ গন্ধটা কীসের গন্ধ!
'
ওহ্ হো ভুলেই গেছি! সামনে নির্বাচন
মায়ের গন্ধ নয়, বিকট দুর্গন্ধ
বিপথে কামানো টাকার।
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,২/২/২১(ইউপি নির্বাচনের প্রাক্কালে)