ভয় করিও না রাস্তায় নেমে আসো
লুটেরার দল লুট করে নেবে দেশ
দেশটা পোড়াবে গুম করবে লাশও
যতটুকু থাকে নিয়ে নেবে সবশেষ।
জোর করে যারা কেড়ে নেয় মসনদ
জন কল্যাণ কখনো বোঝে না তারা
কখনো গড়ে না কল্যাণমুখী পথ
কখনো মানেনা আইন কানুন ধারা।
মিথ্যে ঢাকতে ওরা খুব ভালো পারে
মিথ্যের ওপর ভর করে যত পাপ
যারা করে চলে, তারা হারে শেষবারে
তারাই কুড়ায় শোক তাপ অভিশাপ।
তাইতো ওদের রুখে দিতে হবে আজ
এসো খুলে দেই গোলক ধাঁধার ভাঁজ।