ঘুম নেই, কেন যেন ঘুম নেই
মাছেদের সাপেদের চোখের মতন, অপলক চেয়ে থাকি
দেখি চেয়ে ওপারের ঘর
ছিমছাম নিরিবিলি তুমিহীন সাজানো বাসর।

যেভাবে কেটেছে জীবন, জীবনের ধার
ঠিক যেন মরুময় খাদের কিনার।

ঘুম নেই, নেই ঘুম; থাকি অপলক মাছের মতন
জাগে স্মৃতি, বুদ্বুদ কান্নার আয়োজন
আমি তো জেগেছি রাত সিঁড়ির সোপানে জয়রথ
অনাদি অনন্তকাল শুধু খুঁজি পথ।

ঘুম নেই, জেগে থাকি। কবে নেবো ঘুমের শপথ!