মন এক পরিত্যক্ত নগরী বিশেষ
ঘোর লাগা অন্ধকারে হাঁটছে মানুষ
কতকাল রাখবে ঘোরে?
কেটে যাবে দ্রুতলয়ে চোখের ফানুস।
ছিলো যে স্বপ্ন হাজার
কণ্ঠে ছিলো বাউলের সুর
এই দুঃখের চৈত্রে সবকিছু হয়েছে সুদূর।
ঢেকে রেখে দিয়েছে প্লাবন
আসলে কী ঠেকিয়ে রাখা যায়?
যেদিন উঠবে ফুঁসে দেখবে না ঈদুল ফেতর
উগরে দেবে ঘৃণা আর ক্ষোভ
যতটা জমা ছিলো দেহের ভেতর।