পেরিয়ে সুখ দুঃখের সময়
জীবন থেকে চলে যাবো ঠিকই একদিন
ফিরবো না, ফিরতে পারবো না জেনে নিও
এই সবুজ সুফলা দেশে যেখানে খেলা করে
সাতরঙা মাছ জলের ভিতর
প্রজাপতি উড়ে চলে
বাধাবন্ধহীন রঙীন ফুলেল বাহারে,
ফড়িংয়েরা ঘাসে ঘাসে রোদ্দুর গায়ে মাখে
শালিকেরা জোড় বাঁধে পরম মিলনসুখে
আসবো না সেখানে আর,
আসবো না, এ চরম সত্য ভু্লে না যাই--
যে স্নিগ্ধ গন্ধে ভরা বটের ছায়ায়
বহু যুগ হতে বিরামহীন পথ চলা পথিক
দু' দণ্ড থেমে যায়
যে নদীর জলে স্নান শেষে ফিরে আসে
গাঁয়ের স্বজন, মাঠে ঘাটে বিচরণ সারাবেলা
আমার পরশ থাকবে না সেখানে জানি
চলে যাবো ঠিকই একদিন
ফিরবো না, ফিরতেও পারবোনা আর--
জীবনের এ আসা আর যাবার
অমোঘ নিয়তির বেড়াজালে
বন্দী আমি, আমরা
চলে যাবো একদিন ঠিক
ফিরবো না, ফিরতেও পারবো না আর--
এ চরম সত্য ভুলে না যাই।