আমরা জানি আগামী বিলীন হয় বর্তমানে
মাঝখানে যা থাকে, তার নাম- নদী!
যেখানে ভেসে বেড়ায় শুধু হারানো স্মৃতি!

কেউ প্রত্যয়ে সাঁতরে ফিরে আসে তীরে
কেউ পড়ে ঢেউয়ের ফাঁদে
সাঁতারে সাঁতারে বাঁচে অভিনয়ে
কেউ আর খোঁজে না কখনো
জানা ওই গভীরে'র সবুজাভ তীর!

যদিও- এ ব্রহ্মাণ্ডে'র এক পিঠে
নদী ও নারী -
আহা! শিল্পের মতো কী অনিন্দ্য সুন্দর!

অন্য পিঠে-
এ দু'য়ের ভেতরে তলিয়ে গেলে'ই
আগুনি কার্বন মহল!

আপাততঃ
হিসাবের পিঠে ফলাফল শূন্য!

কিন্তু প্রকৃতির গর্ভে জন্ম নেওয়া
আমিও এক হরিণ শাবক।

এখানে ফলাফল পরিপূর্ণ!

নদী ও নারীতে মেতে যা বুঝলুম-

নদী ও নারী প্রকৃতির মতোই
শূন্যতা-কে বাসে না ভালো
যেখানে জোয়ারের নাম- প্রেম__
সেখানে ভাটা'র নাম ক্রুদ্ধ সাহারা!