কী আর করা!
যদি থাকতো আমার একটি সুখের কারখানা
তাহলে প্রতিদিন তৈরী করে দিতাম নতুন ব্রাণ্ডের সুখ
কাঁঠালের ঘ্রাণে দিতাম গাঁজার মোড়ক
হিরোইনে মরফিনে মিয়ানমারের ইয়াবায় দিতাম টেনে নেশার পৃথিবী
সুখ নাকি ওখানেই ঘোরে অনন্ত সময়
তাইতো পুষে চলে অবিরাম রথী মহারথী।
`
যদি থাকতো আমার একটি প্রকাণ্ড টাকশাল
রাষ্ট্রের পারমিশানে ছাপিয়ে টাকা
ফেরাউনের রাজ্য দিতাম খুলে, লাশের থেকেও নিতাম কেড়ে, ঘরহীন, বরহীন অগুনতি মানুষের জমানো কামানো টাকাগুলি সব
পর জনমে যদি লাগে, তবে ;
তাইতো বুঁদ হয়ে থাকি টাকার ঘ্রাণে, মসনদে যারা আছে তাদের ছত্রছায়ে।
`
আমার যদি থাকতো একটি অপরিশ্রমী সোনার খনি
মুঠো ভরে সোনা তুলে
ঝকমকি আলোয় ভরিয়ে দিতাম তারে
রাশি রাশি সুখ ঢেলে পাতপেড়ে খেতাম রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা, দাপট।
`
থাকতো যদি পুত্রহীন আমার একটি পুত্র পুরুষ
বলতাম তাবৎ জরায়ু তোমার
ফলাও ফসল যখন যেমন খুশী, ঈশ্বরের শক্তিবলে তুমি বলিয়ান, তুমিই ধরার বুকে কামুক শয়তান।
`
আমার তো নেই কিছু, নেই গোলাপ বাগান, নেই বক্তৃতার শ্রোতা অগনিত
দাঁড়াতে পারিনা রাজপথে, যদি রাজপথ পেতাম খোলা, পেতাম মানবতা আর তার অধিকার
এমন পরাধীন থাকতাম না আর।
_________________________
২৪/৭/২০