সময় বয়ে যায়
তবুও আরেকটু অপেক্ষা করো
বলার অনেক ছিলো
একটু থমকে যাও
পড়ন্ত বিকেল হলেও
গোধূলির এখনো অনেক বাকী
সময় বয়ে যায়
আরেকটু অপেক্ষা করো
স্মৃতির ডাহুক ডেকে চলে অন্তরে
তবু বলতে হয়
প্রেমিকেরা চিরকাল উদ্বাস্তু
চিরকাল খোঁজে ভালোবাসার আশ্রয়
সময় বয়ে যায়
বলার থাকে অনেককিছু
কখনো অনুক্ত থাকে
কখনো ভেসে যায় বাচালতায়
দিও না ও' মনে ঠাঁই
কোনরূপ কোন সংশয়
সময় বয়ে যায়
তবুও অপেক্ষা করে যাও
পাখিদের গান মেঘের ডমরু
নদী তীর আকাশের চাঁদ
মুকুলিত তরুবীথি শাখা
জোছনার ফুল
সবই যে অপেক্ষায়
আমাদের মিলন রেখায়
বলার অনেক ছিলো
একটু থমকে যাও-