পদ্মানদী  সাবেক হয়ে উথলে ওঠে মনের ভেতর
কখন যেন ঢেউ খেলে যায়
কখন যেন পাড় ভেঙ্গে যায়
কখন যেন স্বজন হারায় বসত বাটি
কখন যেন পায়ের তলার ভিটে মাটি, তোমার ছিল অন্যজনে ভাগকরে খায় জবর দখল
চেয়ে চেয়ে দেখতে হবে??

সবকিছুই দেখতে ভালো  নাদুসনুদুস চলছে সবই
সব জনতা নীরব আছে, নীরব আছে পেট পুরো খায়
হঠাৎ যদি কোর্মা পোলাও সব খেতে চায় উদর পুরে
হঠাৎ যদি বিলাসী মন উথলে ওঠে ভীষণ জোরে
হঠাৎ যদি গর্জে ওঠে পল্টনে আর গুলিস্তানে
হঠাৎ যদি ঘাপটি মারা শয়তানী দল খামছি মারে
সে ভয়েতে রোজ খাবি খাই
কেন এতো ভয় জাগে তা বলতে পারো ??

কেবল মনে শঙ্কা আসে বারে বারে ডঙ্কা বাজে
এত্তো ভালো খুব ভালো নয়
সুখের হাঁড়ি তোমার ঘরে, অন্যঘরে কান্না ব্যথা অসুখবিসুখ নিত্যসময়, অন্যঘরে হিংসার আঁধার
রোজ খুঁড়ে খায় বুকের ভেতর
কতকাল আর থাকবে চুপে???

বলতে পারো মানুষগুলো সবখানেই একচক্ষু কেন
দেখতেই পাও শহর ঘুমায় দমফাটানো আগুন মুখে।

তারপরেও আশায় থাকি, আশায় থাকি চরমভাবে
হয়ত তাদের গা সওয়া ভাব থামবে তারা সত্যিকারে
হয়তবা চোখ রাঙবে না আর ভাঙ্গবে নাতো সুখের জীবন
মিলবে তারা এককাতারে।
********************************
টুঙ্গিপাড়া,২৪/৬/২০