বৃষ্টির ধারাপাতে চরাচর মাঝনদী
সাঁতরে চলেছে সভ্যতা, ধানীজমি, মাছের খামার
তবু রোদে ভরা তোমার উঠোন
বাহারী রঙের ফুলে ফলে মোসাহেবে ঠাসা
ওখানে সভ্যদের আনাগোনা হরহামেশা
দেখলে না একবারও
যারা ডুবে গেলো, ডুবছে অহরহ
বাঁচবার প্রাণপণ যুদ্ধ যাদের
যারা মরে যায় অবেলায়, অবহেলায়
যার পথে সাঁকো হয়ে দাঁড়ালে একটিবার
ক্ষুণ্ণ হতো না সম্মান তোমার
দেখেও দ্যাখে না কেউ
যারা এককালে রাজপথে দিয়েছিল ঢেউ
দেখা যায় সকল সময়,
তারাই একমুখী, চরম স্বার্থপর ছাড়া আর কিছু নয়।