রাষ্ট্র, এখনো সময় আছে, থামো;
              তোমাকে বুঝতেই হবে আরেকবার
কোন নড়বড়ে শক্তিকে বুকে করে দাঁড়িয়ে আছো তুমি
কোন ইশারায় তুমি জ্বালাচ্ছো আর নেভাচ্ছো জলের ওপর আলোর পিদিম
অদ্ভুত আঁধার ও খানাখন্দকে ভরা চারপাশ
ওঁৎ পাতা ধূর্ত শেয়াল, মুচকি মুচকি হাসি
আর অন্তর ফাঁদে তুমি আটকে গেছো বলে মনে হয়
এখনো সময় আছে থামো-

রাষ্ট্র, তোমাকে বুঝতে হবে আরেকবার
কোন নড়বড়ে শক্তিকে বুকে করে দাঁড়িয়ে আছো তুমি
এখনো সময় আছে থামো
দ্বিধাবিভক্ত লোকালয়, শিক্ষালয়, উৎপাদনের মাঠ, দ্রব্যমূল্যের নাভিশ্বাস আর হিংসাত্মক ঘটনাপ্রবাহ  কোথায় নিচ্ছে টেনে ভাবছো কী একবার?
রাস্তায় অফিসে আদালতে হাট-বাজার যানবাহনে
যে নৈরাজ্য খাবি খাচ্ছে তুমুল ইশারায়
পারছো না থামাতে একটিবার_
দেখছো না চোখ মেলে আয়েসি যাপন ফেলে
কেঁদে চলে করুণ কাতর অসহায়

দাবীর মিছিল আর কতটা সময় দাবিয়ে রাখা যায়?
এখনো সময় আছে থামো
ঘৃণা ও অবজ্ঞায় নয়, তুমুল করতালিতেই নামো।

জেনেই তো এসেছো এতোটাকাল
দীর্ঘস্থায়ী হয়না জবরদখল
কল্যাণ যদি নাইবা জানো, কেন উঁকি মারো শাসকের দরজায়
কেন এই নৈরাজ্যের দায়ভার চাপছে তোমার গায়?
রাষ্ট্র, তুমি থামো
            এখনো বোধের লাগাম টানো
আর নেই দরকার প্রভুদের সিলেবাসে পরীক্ষা দেবার
ঘৃণা ও অবজ্ঞায় নয়, তুমুল করতালিতেই নামো।
                                   স্বমহিমায় নামো