১||
মারণাস্ত্র!
তুমি নিষ্ক্রিয় হও, হও তুমি মানবিক বোমা
কল্যাণে, সৃষ্টিতে, ভালোবাসায় হও তুমি
সকলের অন্তরে জমা।

২||
ভুল ভেবেছি,
সে ভুল ভাঙলো না আর
কে বলেছিল তোমাকে হতে
আমার এ ভাঙা জীবনের দুঃখের সওয়ার!

৩||
দুঃস্বপ্নেও নাকি ভালোবাসা হয়
হয় আদি অন্তহীন জানাজানি
কই, এলে না তো!
দেখলেও না, কেমন থাকলো
এ সংসারের কয়টা প্রাণী।
________________________