আমাকে মেরো না
চোখের চাবুক বড় যন্ত্রণা আর কষ্টে ভরা
জ্বালিয়ো না দহন অনলে
পুড়তে পুড়তে অঙ্গার হয়ে আছি হিংসার আদলে
তবু আরো কিছুদিন বাঁচবার বড় সাধ

আমাকে ছুঁয়ো না
কাঁটার আঘাত কত আর সইতে পারি বলো
খোঁচায় খোঁচায় জর্জরিত অনেক অধিক
কোমলে কুসুমে যদি পারতাম অনুপম হতে
তুমিও আসতে কাছে এটা তো সঠিক।

আমাকে দিও না ফেলে
অতোটা অপ্রয়োজনীয় ছিলাম না কখনো আমি
এখনো নই
চেষ্টার বেদীতে এখনো সতেজ ফুলেদের পায়চারি
অভাবী বলেই আর অবহেলা নয়
একবার চেখে দেখো
বারুদের গন্ধ আজও লেগে আছে গায়ে।