বহু কিছু ছিলো কামনার
এ জন্মে হয়নি পাওয়া, না হোক--
মন মন্দিরের খিলানের খুঁটি হয়ে
চিরকাল জেগে থাক একজোড়া চোখ
বহু কিছু পেয়েছি না চেয়ে
হরদম ভুলে গেছি তাও,
বাঁচবার আলো-জল, প্রাণবায়ু, শ্বাস-নিশ্বাস
এ জনম সত্যিই নিশার স্বপন,এতটুকু করে বিশ্বাস
সে উপলে লিখি রোজ প্রেমের শোলোক।
বহু কিছু ভুলে যাই, ভুলে থাকে ছলনায় মন
গোনে শুধু পাওয়া আর না পাওয়ার ব্যবধান
এই তো জীবন।