পারছি না আর
এভাবে সময় গড়িয়ে গেলে সামলানো যাবে কী আবার?
অসুস্থ শরীর, খামছে ধরেছে (শকুনে) খুব করে
পুরো দেশ-জাতি, ব্যাংক-বীমা, অর্থনীতি, হাটবাজার চরম নৈরাজ্যে গেছে ভরে।

এ কি হাল? উদ্বেগ উৎকণ্ঠায় কাটে দিন, কাটে রাত
কী শিখলো সোনার ছেলেরা আমার? ঘাত আর প্রতিঘাত?
চাইনি তো!
বাবা তাই, মা বোন ভাই চিন্তিত।

মাছ কাটা, মুরগী কাটা রক্ত নয় ; কী দেখলাম
এমন সোনার বাংলায়?
যা হয়েছে, হয়ে গেছে ঢের
এবার তোরা ঘরে ফের, সুবাতাস বয়ে যাক জানলায়।