বিলুপ্ত ইচ্ছেগুলো জেগে ওঠে আজও
উঠোনের পাশে ফুটে থাকা নয়নতারার মত
জেগে ওঠে বিগত স্বপ্নেরাও
তবু নিষ্ঠার বাগান ধরে প্রতিদিন মাড়িয়ে যাচ্ছি
কষ্ট ক্লেদ দুঃখ যন্ত্রণা সারি সারি
লজ্জার উচ্চারণে এখন আর জাগেনা প্রার্থনা
মিথ্যের খোলসে আবরিত হতে হতে সব সত্যগুলো লুকিয়েছে পরাজয়ের অন্ধ গুহায়
ভাবতেই বড় ভয় হয়
মানুষ হতে হতে শেষ হয়ে আসছে ইচ্ছেদের
সকল প্রতিশ্রুতি
জেগে থেকে কীভাবে সামলাবো স্বপ্নদের আগামী
সতত জন্মে ওঠা অনাচার হজম করতে করতে
বুঝতে পারিনা ন্যায়পথ
গজানো অসংখ্য কচি কিশলয় ঝোপ ঝাড় দেখে
চিনতে পারিনা আসল ঔষধি
শুচি হবার প্রবল ইচ্ছেকে জাগাতে এই সময়
একটি বিপ্লবের বড্ড বেশী প্রয়োজন