এ মাস আমার দুঃখ জয়ের, যুদ্ধজয়ের, ইতিহাসের
এ মাস আমার বীর বাঙালীর
সোনার বরণ মুক্ত স্বদেশ
এ মাস আমার রক্তে কেনা হাজার মায়ের গৃহস্থালী
মাঠে ঘাটে নবীন প্রবীন কষ্ট ভোলা চাঁদ এক ফালি।
এ মাস আমার স্বপ্ন দেখা, যুদ্ধ শেষের চমকে ফেরা।

এ মাস আমার জাহাঙ্গীরের বীরশ্রেষ্ঠ পৌণপুণিক
রুহুল আমীন রক্ত পলাশ, রূপসা নদীর কূল ভাঙা সুর
এ মাস আমার রায়ের বাজার,বুদ্ধিজীবী, বদ্ধভূ্মি।
এ মাস আমার হারিয়ে যাওয়া মায়ের বোনের করুন কান্না
শেষ বিকেলে  দামে কেনা একটি গোলাপ, সোনার বাংলা।

এখনো কষ্টরা সব আঁছড়ে পড়ে বুকের ভেতর
এখনো ফেরেণি মা'র অনেক ছেলে, পরাণসখা
এখনো নিত্য চাওয়া পথের পানে ,যদি আসে
যদি আসে, জ্যান্ত কিংবা যুদ্ধ লাশে।
এখনো চোখের কোনে অশ্রু রুধি বারে বারে
এখনো রক্ত ফোঁটে বুকের ভেতর নিরবধি।

এ মাস এলেই কষ্ট বাড়ে কান্না আসে
এ মাস এলেই নতুন সপথ কানের কাছে
আওয়াজ তোলে বীর বাঙালী অস্ত্র ধরো
এখনই শয়তানী আর দুশমনি সব ধ্বংস কর।
এখনই চোরের মত কূল পাওয়া সব কুটুম্বিতে
ছাড়ো, ছাড়ো! হে! তেজ বাঙালী।

এ মাস আমার যুদ্ধজয়ের, দুঃখজয়ের
এ মাস আমার সুখস্বপ্নের দিকনিদর্শন
এ আমার মায়ের কাছের একটি চুম্বন।
=========================
টুঙ্গিপাড়া, ১১/১২/২০১৯