এখনো নদীর পাশে কান পেতে গান শুনি
সব মাঝি ভোলেনি নদীর গান--

পরিশ্রান্ত বিকেলের পাশে নদীও অপরূপ
হয়ে ওঠে ইচ্ছের ভেতর

অদূরে জেগে ওঠে মায়াবী সংসার
মা পাখির মত ডানাতে সামলে যাচ্ছি অলিখিত ভবিষ্যৎ

মাঝে মাঝে প্রসন্ন ঝড়ে তছনছ করে মেঘলা বিকেল
নদীও অবলীলায়
মৃত্যুর কাছে নদীমৃত্যুর গান হয়ে ওঠে করুন আর্তির
স্মৃতির মখমল