যাঁতাকলে ইঁদুর, ফাঁদে কবুতর, বক অথবা নারী
ভালোবাসার বেচাকেনায় তারও ছিল আনন্দ ঘর
শিরশিরে ঠাণ্ডা হাওয়া
পাতার বেড়ার ফাঁকে দুর্দান্ত শারীরিক ঝড়
ও' মধ্যবিত্ত কবি, রাত পোড়ালে যে আঁধার দহন
তার মধ্যে তুমিও পুড়ে যাচ্ছো
জীবনের দোদুল্যমানতায় ডুবে তুলে আনো
থলকমলের গাছ
আগে হাঁটলে যে লজ্জাবতী লতা নুইয়ে যেতো
যৌনরসে ভিজে তুমিও ছাড়ছো তৃষ্ণার্ত ভাব
কার্তিকের কুয়াশা ছোঁয়না অভিমান।
দ্রাক্ষাকুঞ্জে ঝুলছে যে বাতাস, বুঁদ হওয়া নেশায় ডুবছে যে চাঁদ, ছুটন্ত তারায় মেশে যে আকাশ সেখানে বসতি
মন ব্যঞ্জনায়
কবি! ডুব দাও জলে নয় স্থলে, দেহের জঙ্গলে।