উৎসব আছে, ছিল সে মানুষের মনে
অভাবে দুঃখে কখনো ম্লান মুখে কেউ দেখেনি তাকে।
গৃহপাশে থাকে এক কোণে
সারদিন পায়না বিশ্রাম কোনো,
দিনান্তে পড়ে থাকা সামান্য গুঁজে, পাটি পেতে শোয়
কাক ভোরে আবার শুরু।

জনম জনম ধরে পুরুষ শাসনের দুষ্ট চক্রবতে
দূর গাঁও থেকে নিয়ে আসা মানুষটাকে
আপন করেনি কেউ,
কিবা যার জরু, যে হয়েছে আত্মজা অথবা অন্য কেউ। তবু তার চলা, নীচু চাহনিতে নীরবে নিভৃতে থাকা।

কোনদিন হয়নি তার নিজের কিছু।
ভালোবাসা তার মানায়না কখনো অথচ জগতের
সকল ভালোবাসা ধারণ করেছে বুকে।

সে মানুষকে রেখে এসে গৃহে, মন আটকানো কষ্ট হয়ে যায়, মায়াবী কান্নায় বুক বিদীর্ণ  হয়
আহা! যে আপন নয় সেই তো আপন
ভালোবেসে দুঃখ পাড়ি দেয়া সহযাত্রী সারাটা সময়।
=========================
টুঙ্গিপাড়া,