প্রতিভা,
দুঃখের দহন দেবো না তোমাকে ছুঁতে
তোমাকে দেবোনা রুগ্ন বেহান বেলা
তোমাকে দেবো না অসুস্থতার ছাপ
বাড়ুক যতই জীবনের উত্তাপ।

তোমাকে দেবো না অভিন্নতার আলো
চিরসঙ্গ তোমার পবিত্রতার ছোঁয়া
থেকো, আমার আকাশে উজ্জ্বল ধ্রুবতারা
আমার স্বপ্নে বিভোরিত স্রোতধারা।

দেবো না তোমাকে ভাঙ্গনের শোক পেতে
তোমাকে দেবো না শ্মশানের চিতা হতে
আমার ব্যথায়, আমার দহনে ভাগ নেই আর কারো
আমার ব্যথায় কেঁদে মরি আমি নিজে।

দেবো না তোমাকে কষ্টের মেঘে
ভেজাতে কোমল চোখ
অঞ্চলে রেখে দুঃখের সিঁড়ি হতে
দেবো না তোমাকে বাজখাই দুঃখী বিলে
দুঃখের পাখি উড়ে যেতে বহুদূরে।

আমার আকাশে তুমি স্বপ্নের পাখি
চিরদিন ধরে উদার রেখেছি হৃদয়ের খোলা আঁখি।
*******************
টুঙ্গিপাড়া,