আকাশ থেকে বৃষ্টি পড়ে জানি
কিংবা রহমত
এবার জানলাম,
অবিরাম দুঃখ ঝরে পড়ছে

পৃথিবীকে আকাশ দিয়েছে জনম ভর...
এবার দুঃখ দেবার পালা
রোজ রাতে তাই
লেবানন ফিলিস্তিন ইয়েমেন সিরিয়ায়
নামে দুঃখ
পেঁজা তুলোর মতো উড়ুে যায় মানুষের দেহ
নারী শিশু বৃদ্ধ যুবার রক্তে ভেজে
পবিত্র ভূমি

হায় দুঃখ! এবার নামলে তুমি
এই বাংলাদেশে???