এখনো আসেনি ঝড়, রুদ্র কাল বৈশাখী
তবু প্রতিদিন সামলাই ঝড়
প্রতিদিন তীব্র তাপে অঙ্গার হই
চেনা সুরে হরিৎ বিকেল খুঁজে পাই বুকের ভেতর।

এখনো আসেনি ঝড়, রুদ্র কাল বৈশাখী
তবু তাপদগ্ধ সূর্যের লাহান তোমাকে আবিষ্কার করি
দেখি তুমি পুড়ে যাচ্ছ, গাছপালা গৃহস্থ বাড়ি
মসজিদ মন্দির শিশু থেকে যুবা যুবা থেকে বৃদ্ধ
দেখি অগুনতি কৃষ্ণ গহ্বর থৈ থৈ শোক
দুঃখের নিলাম থেকে উঠি, তারপর দৃশ্যপট ধরে ধরে হাঁটি।

কত আর বিকোবো কবন্ধ ঘ্রাণ! বিদ্বেষী বাতাস
পাড়াগাঁ, পূর্ব-পশ্চিম  
পথ চিনে কত পার হবো অমানিশা ঘোর!
দিশাহীন তবু হই না কখনো

যদিও আসেনি বৈশাখ তবু প্রতিদিন সামলাই ঝড়
এমনি করে করে সামলাবো দেশ মাটি মানুষ
মিশে যাবো তোমার বেদনায়
নদীর মতো বয়ে যাবো মিশেলে, দেখবো কঠিন স্বপ্ন এক
ঘরে ঘরে বয়ে যাক ফাগুন  বাতাস চিরকাল।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,