দুশমন হতে বলিনি তোমায়
বলেছিলাম পারলে কারো বন্ধু হতে
কারো যন্ত্রণার ভাগীদার হতে
কখনো যদি পারো ছুঁয়ে দিও আনন্দাশ্রু
ব্যথা কারো যেওনা হতে
          পারবো না ফেরাতে মন
                     পারবো না সইতে আঘাত।

বলিনি দুঃখ দিও
বলেছিলাম বৃষ্টি হয়ে ভিজিয়ে যেও
সৃষ্টিতে রেখো চোখ।
বলেছিলাম স্বপ্নাঘাতে পেওনা ভয়
       দুঃখকে ঠেলে দূরে,
                        একদিন হাসবে নিশ্চয়।

বলিনি চলে যেও দৃষ্টির অন্তরালে
জেগে থাকো অরুণের আলো হয়ে,
ফুল হয়ে, সুবাসিত মানুষের অন্তরে
এখনো বলছি শোনো,
       ভালোবাসো, আলো দাও
                        দুঃখকে দু' হাতে সরাও।
__________________________________________