সময়ের সিঁড়ি বেয়ে
আমিও দুঃখের সাথে ভালোবাসা করেছি
আমিও চোখের কোনায় ক্ষতের সৃষ্টি করেছি
জীবনের চোরা গলিতে হাঁটতে হাঁটতে
হীম হয়ে গেছি বহুবার
দুঃখের সাথে ভালোবাসার সময় তবু পার হয়ে যায়নি।
বিপন্ন উৎসবের রাতে সুখকে নামাবো বলে
চাঁদের বুকে এঁকেছি পদচিহ্ন
আকাশের লক্ষকোটি তারার মেলায় নিজেকে হারিয়ে
দুঃখের নির্বাসন দেখতে চেয়েছি বিস্তৃত।
অথচ দুঃখকেই সাথী করে ফিরতে হয়েছে বলে
কাল রাতে আমি প্রতিভাকে ভুলতে চেয়েছিলাম।
কিন্তু প্রতিভার বিজন রাতের গানে
আমার চোখের পাতা ভিজাবো বলেই
দূর দেশে দণ্ডপ্রাপ্ত ভীরু কারাবন্দীর মতো
কেবল বাড়াচ্ছি হা-হুতাশ
দুঃখের সাথে করছি ভালোবাসা
তাই, প্রতিভাকে যে ভুলতে পারবো তা মনে হয়না।
******************************