দৌড়েছি অনেকটা পথ
মক্কা থেকে মদিনা, সাফা থেকে মারওয়া
অখণ্ড চাঁদ হতে দ্বিখণ্ডিত চাঁদ অবধি
নাভী থেকে নিম্নে আবার উর্ধে চরম মৈথুনে।

জন্ম হতে দৌড়ে দৌড়ে জীবন দেখছি
বুকের সেতারা, যুগল ঠোঁটের অশোক পূর্ণিমা
বুদ্ধের ধ্যান কলা, ক্রীড়ারত কৃষ্ণের বাঁশি।

উদাত্ত উম্মুল যৌবন দৌড়ে সুখী হতে হতে
সব পাখি পদচিহ্ন আঁকে পৃথিবীর বুকে
অবুঝের দৌড়ে কৃষ্ণাঙ্গ হতে শ্বেতাঙ্গ বেঁটে হতে লম্বা
ইতিহাস থেকে বর্তমান, অতীত হতে আগামী।

দম্ভের দৌড়ে উন্মাতাল সাগরের ঢেউ, দুরন্ত ঝরণার গান তুমুল তৃষ্ণার ঝড়, দেহের ভৈরবী।

অগস্ত্য দৌড়ে থামবার অবকাশ কই
জীবন যৌবন ধন মান নিভৃতি দৌড়াবেই।
********************************************
টুঙ্গিপাড়া,