কই সেই প্রাণের মানুষ?
যার হাতে শপে দেয়া যায় প্রিয় সব আশা ভরসা
যেই হাতে শুধু ভরা স্নেহ ভালোবাসা
মানুষের কান্নায় কান্না ভরা
কই সেই স্মৃতি আহবান
কই সেই বহমান ধারা ?
একি আজ চারদিক? আঘাতের পর আঘাত
আঘাতের ক্ষতগুলি শুকোতে শুকোতে
শুকিয়ে যায়, মুছে যায় সব দাগ
শুধু রয়ে যায় ক্ষতের ভেতরে ক্ষত
জমা হয়ে থাকে হৃদয় যন্ত্রণা যত
রক্তের ধারাপাতে পথ চিনে চিনে
কেউ আর আজ নামে না পথে
যে পথটি দিশা দিতে পারে।
দিশাহীন দশদিক, কবে পাবে সুনিপুণ দিশা?
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\