রাজনীতিবিদ নাড়িয়ে হাতটি তুমি
কী যে বলে যাও? বোঝে না তো জনগণ
তারা বোঝে শুধু সুজলা সুফলা ভূমি
ঘরে ঘরে হোক সময়ের সুখী জন।
চেয়ে দ্যাখো গাঁয়ে এখনো চাষীরা বোনে
স্বপনের জাল, বাঁচার আশাতে ঠিক
দ্যাখো চেয়ে আজ মা বোনেরা গৃহকোণে
শুধু বসে নেই শ্রমে ঘামে দশদিক।
মানুষ পারে না-এমন আছে কি আর?
মানুষই তো রচে -শেষ বাস কোথা তার
মানুষ ছড়ায় --- হীন বীজ হিংসার
মানুষ কাঁদায় -- নেয় কেড়ে অধিকার।
রাজপথ আজ দখলে তোমার বলে
ভেবো না কখনো বরাবর রয়ে যাবে
ওঠা আর নামা এই ছিলো চিরকালে
ইতিহাস বলে পরিনাম ঠিক হবে।
এখনো পারোনি ফোটাতে সুখের ফুল
স্বাধীনতা আজো দূরে আছে বহুদূর
অবুজ মানুষ জানেনা কি তার মূল
ধ্বজা ধরে আছে এখনো পুরোনো সুর।
মাঝখানে শুধু আকাশ বেড়েছে চোখে
কিছু বড়লোক বড় হলো লুটেপুটে
ক্ষুধা আর জ্বরা গরীবেরা নিয়ে বুকে
শ্রমে আর ঘামে যা পারে তা খায় খুঁটে।
দাম দিয়ে কেনা চির চেনা দেশে আজ
কত উৎসব কত বেদনারা ছোটে
কত অভাবীরা পায়না এখনো কাজ
তার ঠোঁটে যেন দিন শেষে হাসি ফোটে।